Wellcome to National Portal

স্বাগতম! উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), মহেশপুর, ঝিনাইদহ। ই-মেইল: ap_maheshpur@banbeis.gov.bd ওয়েবসাইট: uitrce.moheshpur.jhenaidah.gov.bd ফেইসবুক পেজ: //www.facebook.com/uitrce.maheshpur

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কীভাবে যাবেন

মহেশপুর উপজেলায় মহেশপুর কলেজ মোড়  অথবা চৌগাছা রোড থেকে আসা যায়। বাস বা অটো বাহনে মহেশপুর উপজেলা কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে, পাখি ভ্যান বা অটো রিকশায় ১০০ মিটার দুরত্ত্বে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আসা যায়। উপজেলা পরিষয় চত্ত্বরে UITRCE, BANBEIS অফিস অবস্থিত। UITRCE ভবনের সামনে উপজেলা নির্বাহি কর্মকর্তার অফিস, ভবনের ডান পার্শ্বে উপজেলা কৃষি অফিস অবস্থিত।