Wellcome to National Portal

স্বাগতম! উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), মহেশপুর, ঝিনাইদহ। ই-মেইল: ap_maheshpur@banbeis.gov.bd ওয়েবসাইট: uitrce.moheshpur.jhenaidah.gov.bd ফেইসবুক পেজ: //www.facebook.com/uitrce.maheshpur

Main Comtent Skiped

Achievements

উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), ব্যানবেইস, মহেশপুর, ঝিনাইদহ কার্যালয় ২মার্চ, ২০১৬ সাল থেকে দুইটি মডিউলে আইসিটি প্রশিক্ষণ প্রদান করে আসছে।

এ পর্যন্ত ৬৮ টি ব্যাচে (প্রতি ব্যাচে ২৪ জন) মোট ১৬৩২ জন শিক্ষককে বেসিক আইসিটি এবং ৩ টি ব্যাচে (প্রতি ব্যাচে ২৪ জন) মোট ৭২ জন শিক্ষক কে  কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক এন্ড ট্রাবুল শুটিং এবং ইন্টারেক্টিভ টিচিং বিষয়ে ১৫ ব্যাচে ৩৬০ জনের  বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষন কার্যক্রমের ফলস্বরুপ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রম প্রসার লাভ করেছে এবং শিক্ষক গন নিজ নিজ প্রতিষ্ঠানের কম্পিউটার এর ছোট ছোট সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ আইসিটি বিষয়ে তাদের অর্জিত দক্ষতা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার করছেন।

একই সাথে বার্ষিক শিক্ষা জরিপসহ ব্যনবেইস এর অন্যান্য রুটিন কার্যক্রম মাঠপর্যায়ের সহায়তায় জোরদার হয়েছে। যার ফলে শিক্ষা পরিসংখ্যান সূদৃড় হয়েছে এবং শিক্ষাতথ্য সরবরাহ সহজতর হয়েছে।